সাজু খাদেমের বিশেষ রেসিপি ‘চিকেন টি’!

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

ইউটিউব কিংবা ফেসবুকে এখন হাজারও কন্টেন্ট। নিত্য নতুন বিষয় নিয়ে কন্টেন্ট বানিয়ে রাতারাতি জনপ্রিয় হতেও দেখা গেছে অনেককে। জনপ্রিয়তা পাওয়ার মোহে সে পথে অনেক তরুণ এক পায়ে খাড়া!
তেমনি এক তরুণ আতিকুর রহমান আতিক। বিচিত্র কাণ্ডকারখানা করে যারা ভিউ পেতে আগ্রহী, তাদেরই দলে তিনিও। তিনি দর্শকদের জন্য এক বিশেষ রেসিপি দেন। যার নাম ‘চিকেন টি’! মুরগি ভেজে তাতে চায়ের জল ঢেলে এই বিশেষ ‘চিকেন টি’ তৈরী করে তিনি তার ভিউয়ার্সদের উদ্দেশে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে তুলে ধরেন। তার এমন অদ্ভুত রেসিপি এরআগে কেউ দেখেনি। এদিকে আতিকুর রহমানের এমন অদ্ভুত কাণ্ডে নিকটজনরাও বিব্রত। এমনকি নিজের প্রেমিকাও তাকে হুমকি দেয়, এগুলো না ছাড়লে বিয়ে নয়। কিন্তু পাল্টা হুমকিতে আতিকুর জানায়, সে এগুলো কেয়ার করে না! এমনই মজার গল্পে নির্মিত হয়েছে চ্যানেল আইয়ের বিশেষ টেলিছবি ‘চিকেন টি’। আজ বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পারবেন। এনডি আকাশের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। টেলিছবিতে আতিকুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সাজ খাদেম, এবং তার প্রেমিকার চরিত্রে আছেন নাদিয়া আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধআতঙ্ক থেকে রেহাই চাইলেন শবনম ফারিয়া
পরবর্তী নিবন্ধখোলামেলা ফটোশুটে উত্তাপ ছড়াচ্ছেন পাওলি