সাজিনাজ হাসপাতালে বিশেষায়িত ব্লাড ব্যাংকের উদ্বোধন

| রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আরেফিন নগরে অবস্থিত অত্যাধুনিক কম্প্লায়েন্স বেইস্‌ড হাসপাতাল সাজিনাজ হাসপাতালের নতুন সংযোজন ‘বিশেষায়িত ব্লাড ব্যাংকের’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে এই ব্লাড ব্যাংকের উদ্বোধন করেছে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধন শেষে তিনি হসপিটালের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন। আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত ও ডিজিটাল ল্যাবরেটরি, এঙরে, আলট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, আইসিউ, এনআইসিউ, এইসডিউ এবং ও মা ও নবজাতক পরিচর্য়ার মানসম্মত ইউনিটগুলো পরিদর্শন শেষে মেয়র বলেন, এ হাসপাতালটিতে বিশেষায়িত কমপ্লিট ব্লাড ব্যাংক স্থাপনের মাধ্যমে এতদ অঞ্চলের মানুষের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্তের সূচনা হলো এবং আমি আশা করছি গণমানুষের চিকিৎসা সেবায় হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রসঙ্গে হসপিটালের চেয়ারম্যান লায়ন সফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে উন্নত চিকিৎসাসেবা সেবাদানের লক্ষে আমাদের এই উদ্যোগ। সবার সার্বিক সহযোগিতা থাকলে আমাদের কার্যক্রম পরিবর্ধনসহ আগামী দিনে আরো উন্নত সেবা প্রদান করতে সক্ষম হবো। সাজিনাজ হাসপাতালের ব্লাড ব্যাংকে থ্যালাসেমিয়া রোগীদের জন্য কম খরচে ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা করা হয়েছে। একইসাথে ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য কম খরচে কেমোথেরাপির ব্যবস্থা করা হয়েছে। উক্ত ব্লাড ব্যাংকে ডেঙ্গু রোগীদের জন্য কম খরচে প্লাটিলেট এ্যাপারেসিস্‌ সেবাও প্রদান করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. নিজাম উদ্দিন, ডাইরেক্টর (এডমিন) হাসান মাহমুদ চৌধুরী, ডাইরেক্টর ডা. মো. এস. এম. সরোয়ার কাশেম রাসেল, ডিজিএম (কর্পোরেট ফাইনেন্স) সাখাওয়াত হোসেন, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, আলমগীর হোসেন, এস. এম সাইফুল ইসলাম, সৈয়দ আজম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেসবুক পেজে অশ্লীলতা প্রমোট, চবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টে এন্ট্রি আহবান