সাজিনাজ হাসপাতালে থ্যালাসেমিয়া বিষয়ক সেমিনার

| বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাজিনাজ হাসপাতাল লিমিটেডে থ্যালাসেমিয়া রোগীদের সচেতনতা বৃদ্ধিতে বিশেষ সেমিনার ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি জেনফার বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এবং সাজিনাজ হাসপাতাল লিমিটেডের আয়োজনে সম্পন্ন হয়।

সেমিনারে রক্তজনিত রোগ বিশেষজ্ঞ ডা. সিরাজাম মুনিরা (সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, মেরিন সিটি মেডিকাল কলেজ ও হাসপাতাল) থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে আলোচনা করেন। মো. সফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক মো. মমিনুল ইসলাম এবং মেডিকেল ডিরেক্টর ডা. এস এম সারোয়ার কাশেম রাসেল। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের মধ্যে অংশগ্রহণের মাধ্যমে তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান মো. শাফিকুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য শুধু রোগ নিরাময় নয়, রোগ প্রতিরোধেও সচেতনতা তৈরি করা। থ্যালাসেমিয়া রোগীদের জন্য বিনামূল্যে পরামর্শ ও বিশেষ ছাড় প্রদানের মাধ্যমে আমরা তাদের পাশে থাকতে চাই। এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য করা আমাদের অঙ্গীকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ভোটার দিবস আগামী ২ মার্চ
পরবর্তী নিবন্ধআবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শোক প্রকাশ