হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে পুর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।
তিনি বলেন, সংগঠনের নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে খিলগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। গত ২৯ নভেম্বর হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেন।