সাজিদা ট্রেডিংয়ের লিয়াকত হোসেনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৮:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে প্রতারণার শিকার চট্টগ্রামের জামান হোটেলের মালিক রাশেদ করিম মামলাটি দায়ের করেন।

বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। আদালত সূত্র জানা যায়, ব্যবসায়িক সম্পর্কের সুবাদে ভুক্তভোগী রাশেদ করিমের সঙ্গে লিয়াকত হোসেন খোকনের সুসম্পর্ক গড়ে ওঠে। লিয়াকত হোসেন খোকনের ব্যবসায়িক কাজে নগদ টাকার প্রয়োজনে ভুক্তভোগী রাশেদ করিমের কাছ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেওয়া শর্তে ১ কোটি ৫০ লাখ টাকা ধার নেয়।

উক্ত টাকার জামানত বাবদ ওই পরিমাণ টাকার চেক দেয় ভুক্তভোগী রাশেদ করিমকে। চেকটি ১৮ জুন ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। এই বিষয়ে খোকনকে একাধিকবার মৌখিকভাবে জানালেও খোকন কোনরূপ প্রতি উত্তর না দিয়ে নিশ্চুপ থাকেন। নিরুপায় হয়ে গত ৩০ জুন লিয়াকত হোসেন খোকনকে আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু সেই নোটিশের কোনও জবাব দেয়নি খোকন। সর্বশেষ এ ঘটনায় ৪ আগস্ট আদালতে সি.আর মামলা নং- ৬৬১/২০২৫ মামলাটি দায়ের করলে বিচারক সমন জারির নির্দেশ দেন।

এ বিষয়ে মামলার আইনজীবী মোহাম্মদ রাশেদুল কবির জানান, সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে ৪টি মামলা (সি.আর মামলা নং-২৯৫/২০২৫,ফৌজদারী মিছ মামলা নং-২৮১/২০২৫ ,সি.আর মামলা নং-৩৩১/২০২৫, অপর মামলা নং-৪৫/২০২৫,সাধারণ ডায়েরি নং-৪২/২০২৫) রয়েছে। মামলা গুলো তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমধুবন ফুড ইন্ডাস্ট্রি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা ৩ লাখ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক গভর্নরকে পটিয়ার সাবেক এমপি গাজী জুয়েলের চিঠি