চট্টগ্রামে প্রায় ১২ বছর পর গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন আহাদ কনভেনশন হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ওবায়দুল হক প্রকাশ রাজু (৩২)। তিনি নগরীর পতেঙ্গা থানাধীন খালপাড় এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
র্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০১২ সালে নগরীর বন্দর থানার গণধর্ষণ মামলার আসামি ছিলেন রাজু। যার মামলা নং- ২৭। ওই মামলায় আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলার বিচার চলাকালীন থেকেই আসামি রাজু পলাতক ছিলেন।
র্যাব আরও জানায়, রাজু চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় এলাকায় এতদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের নিজের পরিচয় জানান। তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।