সাজাপ্রাপ্ত আরও দুই আসামি কারাগারে

মুক্তিযোদ্ধা সোবহান হত্যা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় উনত্রিশ বছর আগে মুক্তিযোদ্ধা আবদুস সোবহান হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আরও দুই আসামি আদালতে আত্মসমর্পন করেছে। এ সময় আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা একাধিক মামলার আসামি বখতেয়ার ও এরশাদ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গত ৩ জানুয়ারি নজরুল ইসলাম ও আবুল হাশেম নামে সাজাপ্রাপ্ত আরও দুই আসামি আত্মসমর্পন করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। আদালত সূত্র জানায়, ১৯৯১ সালের ৩০ অক্টোবর রাঙ্গুনিয়ার রানির হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে সোনারগাঁও এলাকায় আইয়ুব বাহিনীর সদস্যরা আবদুস সোবহানকে অপহরণ করে নিয়ে যান। পরে তাঁকে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বখতেয়ার আহমেদ বাদী হয়ে মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধচাল ও পেঁয়াজের বাজারে নৈরাজ্য বন্ধের দাবি
পরবর্তী নিবন্ধনদীতে লুকিয়ে রাখা বন্দুক উদ্ধার