বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ফ্লেম খুমী (১৩)। গতকাল শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার ক্যাচিংঘাটা এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় স্কুলছাত্র। নিখোঁজের একদিন পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে খোঁজাখুঁিজর পর তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত ছাত্র ক্যাচিংঘাটা এলাকাস্থ বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র।
তার বাড়ি রুমা উপজেলার বগালেক এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মকর্তা পূর্ণ চনাদ্র মুৎসুদ্দি জানান, উদ্ধার তৎপরতার দ্বিতীয় দিনে দুপুরে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ পাওয়া গেছে।











