সাঙ্গু নদীতে নিখোঁজ ছালেহ আহমদের লাশ ৩ দিন পর উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৯:২১ পূর্বাহ্ণ

সাঙ্গু নদীর বাঁশখালী উপজেলার খানখানাবাদের ইশ্বরবাবুর হাট এলাকায় নিজের পাতা জালের খুঁটি মারতে গিয়ে নিখোঁজ ছালেহ আহমদের লাশ অবশেষে ৩ দিন পর গতকাল শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ঘটনাস্থল থেকে চার কিলোমিটার পশ্চিমে তার লাশ ভেসে উঠলে স্থানীয় জনতা লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দিলে তারা গিয়ে লাশ বাড়িতে নিয়ে আসে। শুক্রবার জুমার নামাজের পর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে পরিবার সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন
পরবর্তী নিবন্ধ‘ব্যবসা-বাণিজ্যে নারীর অংশগ্রহণ অর্থনীতিকে গতিশীল করবে’