বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে দুটি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শৈসাইমং মারমা (৩৫)। গতকাল বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শৈসাইমং মারমা উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কলাপাড়া উসাথোয়াই মারমার ছেলে।
স্থানীয়রা জানায়, সাঙ্গু নদীর তিন্দু নৌপথের সরু বাঁকানো অংশে বিপরীত দিক থেকে আসা দুটি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একটি নৌকা উল্টে গিয়ে চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিলে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর বিজিবি, থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, সাঙ্গু নদীর এ অংশে তীব্র স্রোত ও বাঁক থাকার কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি থাকে। এ পরিস্থিতিতে নৌযান চালকদের আরও সতর্কতার সঙ্গে নৌকা চালানোর আহ্বান জানিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, দুই নৌযানই জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্কতাকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে।












