সাঙ্গুর পাড় কেটে মাটি বিক্রি

একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় অবৈধভাবে সাঙ্গু নদীর পাড় কেটে মাটি বিক্রি করায় মোঃ শহীদ (৪৭) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা।

জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে সাঙ্গু নদীর সাতকানিয়া অংশের কালিয়াইশ এলাকায় নদীর পাড় কেটে মাটি বিক্রি করে আসছিল। গতকাল সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমার নেতৃত্বধীন ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রি করায় কালিয়াইশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম কাটগড় এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. শহীদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচবির চারুকলা ইনস্টিটিউট ক্যাম্পাস
পরবর্তী নিবন্ধপরিচয় মিলেছে কর্ণফুলীতে ডোবায় পাওয়া সেই মরদেহের