বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীর পাড় থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের সাঙ্গু নদীর চরের তামাক ক্ষেতে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি পাহাড়ের কাঠুরে শ্রমিক বলে ধারণা করছেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি ইমদাদুল হক বলেন, অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তে পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।












