সাগর সৈকতে

এনায়েত হোসাইন পলাশ | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

থরে থরে সাজানো ঝাউবন

অদূরেই দেখা যায,

মেঘে ঢাকা পুবাল আকাশ

বৃষ্টিতেই ছুঁয়ে যায়।

গতিহারা ঢেউয়ের তরঙ্গে

উত্তাল সাগর সৈকত,

হাজারো মানুষের মিলনে

নেই কোনো কৈফিয়ত।

মেঘের কোলে সূর্য্য যেন

উঠল উঁকি হেসে,

নীলিমা স্নাত ছড়িয়ে পড়ে

আকাশ ঢেউয়ে মিশে।

উঠছে জেগে নবীন প্রবীণ

ভাসছে সাগর স্রোতে,

নেই যে আর বাধার প্রাচীর

জীবন নদীর প্রাতে।

উদার আকাশ বিশালতায়

স্বপ্ন ছুঁয়ে দিগন্তে ছড়ায,

অনুভবে স্নিগ্ধতা জাগায়

দুচোখ যে দিকে মেলায়।

পূর্ববর্তী নিবন্ধপরিকল্পিত নগরীর জন্য চট্টগ্রামকে ‘সিটি গভর্ন্যান্স’ ঘোষণা করা হোক
পরবর্তী নিবন্ধপাথরঘাটা : স্মৃতির গলি বেয়ে ফেরে শৈশবের সুরভি