সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টিম সাঙ্গু চ্যাম্পিয়ন

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:৫৬ পূর্বাহ্ণ

নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি স্মরণে চট্টগ্রামে আয়োজিত সাগররুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন১ সম্পন্ন হয়েছে। এতে টিম সাঙ্গু চ্যাম্পিয়ন এবং টিম মাতামুহুরী রানার্স আপ হয়েছে। গত শনিবার রাতে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাব সেক্রেটারি ও বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, সিভয়েস সম্পাদক জুনায়েদ ইজদানী রবিন, জেসিআই চট্টগ্রাম সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত, সেক্রেটারি মঈন উদ্দিন নাহিদ, জেসিআই বিজনেস ফোরাম চেয়ারপার্সন কায়সার হামিদ, ফরচুন স্পোর্টস অ্যারেনার ওনার সাইমুম সাদাত।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে সিসিএ’র শুভসূচনা
পরবর্তী নিবন্ধজিয়া ভেটার্ন ফুটবলের সেমিফাইনালে এস কে স্পোর্টিং ও রেজা এফসি