সাগর ভ্রমণ

আহবাব সুলাইমান | বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

(৩০,০৯৮)
দিগন্ত জুড়ে পানি
দু’পাশে বালির প্রান্তর,
উপরে নীল আকাশ
ভরে যায় অন্তর।
সাগরপাড়ে ঘুরে বেড়ায়
শামুক-ঝিনুক কত,
প্রকৃতির কোলে এসে
মনটা হলো প্রশান্ত।
বেলাভূমিতে ঘুরে বেড়ায়
কত-শত লাল কাঁকড়া,
বালি দিয়ে ঘর বানাতে
দিও না যেন বাগড়া।
খেলতে খেলতে কেটে গেল
অনেকখানি সময়,
স্মৃতির পাতায় মুহূর্তগুলো
থাকবে আনন্দময়।
গোধূলি বেলার শেষে
সূর্য গেল ডুবে,
তবুও যেন স্মৃতিটুকু মনে
আজীবন থেকে যাবে।
পাহাড় এবং সাগর
মিলে হলো অপূর্ব,
দেখতে দেখতে ফুরোলো
যে বেড়ানোর এই পর্ব।

পূর্ববর্তী নিবন্ধভূত
পরবর্তী নিবন্ধহাজার বছর আগে ডুবে যাওয়া শহর