সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টির আভাস

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৭:৫০ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়ে আবহাওয়া দপ্তর বলেছে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ থেকে দেশে বৃষ্টি শুরু হতে পারে।

গতকাল আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তদসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তদসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আজ থেকে আগামী এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া বিভাগ থেকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের উদ্বৃতি দিয়ে জানানো হয়েছে যে, সুস্পষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে এগিয়ে রোববারের মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে আরও ঘনীভূত হতে পারে। এরপর এটি উত্তর ও উত্তরপূর্ব দিকে এগিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করতে পারে। এটি খুবই ধীর গতিতে এগোচ্ছে বলেও আবহাওয়া বিভাগ জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছেলে মারা গেল ট্রাক চাপায়, বাবা বললেন ছাদ থেকে পড়ে
পরবর্তী নিবন্ধসড়ক আর নিরাপদ হলো কই?