সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত

আজাদী অনলাইন | শনিবার , ২৪ জুলাই, ২০২১ at ১:৪৬ অপরাহ্ণ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয়ায় এর প্রভাবে প্রায় সারাদেশে বৃষ্টি হচ্ছে।

লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কায় ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা বহাল রাখা হয়েছে। বিডিনিউজ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বৃহস্পতিবার বিকালে লঘুচাপটি সৃষ্টি হয়। গতকাল শুক্রবার বিকালে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (২৪ জুলাই) এটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নেওয়ায় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া বলেন, “সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা নেই। এটি এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগার ও তৎসংলগ্ন ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্রিশগড় এলাকায় অবস্থান করছে। তবে এর প্রভাবে রোববারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকবে কোথাও কোথাও।”

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা থাকলেও সপ্তাহের শেষে তা কমে আসবে বলে জানান এ আবহাওয়াবিদ।

তিনি বলেন, “লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এ সময় উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”

পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস রয়েছে।

আজ শনিবার সকালেও রাজধানীতে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৮৬ মিলিমিটার।

পূর্ববর্তী নিবন্ধপারিবারিক কলহের জেরে গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৩ রোহিঙ্গা আটক