দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত্ব রয়েছে। লঘুচাপটি আজ মঙ্গলবার পর্যন্ত উত্তরপশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে এগোতে পারে। লঘুচাপটি সুস্পষ্ট হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া অধিধপ্তর এ তথ্য জানিয়েছে।
এদিকে গতকাল নগরের আমবাগান আবাওয়া অফিসে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে, যা ছিল মৃদু তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানায়, ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে আজ প্রশমিত হতে পারে। সেই সাথে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাঈল ভূঁইয়া জানান, আজ চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়া–সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।