মিয়ানমার থেকে পাচার হয়ে আসা বড় একটি ইয়াবার চালান উদ্ধার করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের মাধ্যমে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে মিয়ানমার থেকে আসা একটি ট্রলারে তল্লাশি অভিযান পরিচালনা কোস্টগার্ড। এসময় ২ লাখ ৭০ হাজার ইয়াবার বৃহৎ চালানটি উদ্ধার করতে সক্ষম হয় তারা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ কোস্টগার্ড স্টেশন শাখায় কর্মরত নবাগত কর্মকর্তা লে. কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মিয়ানমার থেকে বাংলাদেশ জলসীমা দিয়ে ইয়াবার বড় একটি চালান পাচার হচ্ছে, গোপন সংবাদে সে তথ্য জেনে কোস্টগার্ডের একটি দল গভীর রাতে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এলাকায় অভিযানে যায়। ট্রলারে থাকা মাদক পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি ফেলে সাঁতরে উপকূলের দিকে পালিয়ে যায়। এরপর ট্রলারটি তল্লাশি করে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। উদ্ধারকৃত ইয়াবাগুলোর বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা হবে বলে জানান তিনি।