সাগরে মাছ ধরতে গিয়ে ১৩ দিন ধরে নিখোঁজ ৬ জেলে

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে টেকনাফের ৬ জন জেলে ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তারা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পুরানপাড়ার নাছির আহমদের ছেলে হাবিব উল্লাহ (৫০), অলি আহমদের ছেলে ছৈয়দ আলম (৩৮), মৃত আব্দুর রহমানের ছেলে মো. সোহেল (৩০), আব্দুস সালামের ছেলে সলিমুল্লাহ (৪২), ছৈয়দ উল্লাহর ছেলে মোহাম্মদুর রহমান (২৮) ও মীর আহমদের ছেলে আলী হোছন (৩৫)

নিখোঁজ জেলে সলিম উল্লাহর ছোট ভাই হামিদ উল্লাহ বলেন, স্থানীয় আবু সিদ্দিকের ছেলে হেলাল উদ্দিনের মালিকানাধীন ট্রলার নিয়ে গত ৩ নভেম্বর সাগরে মাছ ধরতে যায় আমার ভাইসহ ৬ জেলে। তারা ৪ থেকে ৫ দিনের রসদ নিয়ে যায়। কিন্তু ১৩ দিন পার হলেও তাদের কোনো হদিস নেই। বন্ধ রয়েছে সবার মোবাইল। এ নিয়ে পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন। সাগরে তাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়েছে, এমন তথ্য জানিয়েছেন ফিরে আসা শামলাপুর ঘাটের একটি ট্রলারের লোকজন।

ট্রলার মালিক মো. হেলাল উদ্দিন বলেন, আমার মালিকানাধীন নৌকার ৬ জেলে নিখোঁজের ঘটনায় টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তারা সবাই খেটে খাওয়া মানুষ। তাদের পরিবারের সদস্যরা চিন্তায় রয়েছে। আল্লাহ যেন তাদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনে এই মুহূর্তে সেই দোয়া করছি।

জেলে সলিমুল্লাহর পিতা আব্দুস সালাম বলেন, আমার ছেলে সলিমুল্লাহ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর থেকে সংসার চালাতে কষ্ট হচ্ছে। তারা বেঁচে আছে কিনা মারা গেছে, কোন অবস্থায় আছে তার কোন সঠিক তথ্য পাচ্ছি না। তাদের উদ্ধারের জন্য কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবগত করেছি। সব জায়গায় খোঁজ খবর নেওয়ার পরও এ পর্যন্ত কোনো তথ্য মিলেনি।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, বাহারছড়া পুরান পাড়ার ৬ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ঘটনাটি তাদের পরিবারের পক্ষ থেকে জানার পর আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি। এখনও খোঁজ অব্যাহত রয়েছে। তবে বিশাল সাগরে তারা কোথায় আছে সেটার সঠিক স্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধসিএমপিতে তিন কর্মকর্তার রদবদল
পরবর্তী নিবন্ধগার্ল গাইডস এসোসিয়েশনের গাইডার সম্মেলন