সাগরে বোট ডুবি ৮দিন পরেও সন্ধান মেলেনি ৪ জেলের

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৪:৫২ পূর্বাহ্ণ

৮ দিন পরেও বঙ্গোপসাগরে ফিশিং বোট ডুবিতে নিখোঁজ ৪ জেলের সন্ধান মেলেনি। গত ৪ অক্টোবর বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলের আদূরে এ দুর্ঘটনা ঘটে। বোট মালিক সমিতি ও নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর সকালে বোটটি ডুবে যায়। এর পর থেকে এ ফিশিং বোটের ২৭ জন জেলে বিভিন্ন সময়ে বাংলা বাজার ঘাট হয়ে কূলে ফিরে আসে। তবে শীলকুপ এলাকার কবির আহমদসহ ২ জন, সরলের ভাদালিয়া এলাকার ১ জন এবং চট্টগ্রামের কাট্টলী এলাকার ১জনসহ ৪ জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় নিখোঁজ জেলে পরিবারের সদস্যরা মো. ছগীর কোম্পানি এবং মো. আজিজ কোম্পানির সাথে যোগাযোগ করে। দুইজনই তাদের আগামী ১৪ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কারণ এ ফিশিং বোটের কয়েকজন অন্য ফিশিং বোটে রয়েছে বলে জেনেছেন। তাই ১৪ অক্টোবর সাগরে মাছ ধরা বন্ধ হলে তখন ফিরবে, সে প্রতীক্ষায় আছে কয়েকটি জেলে পরিবার।

পূর্ববর্তী নিবন্ধআবাসিক সংযোগ দিয়ে রেস্টুরেন্টের স্টার বার্নার!
পরবর্তী নিবন্ধ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত