সাগরে পড়ে নিখোঁজ, সীতাকুণ্ডে ৪ দিন পর মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৪:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বন্দর এলাকায় তেলের ট্যাংকার থেকে বোটে ওঠার সময় পা পিছলে সাগরে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার ৪দিন পর সীতাকুণ্ড উপকূল এলাকা থেকে এমরান হোসেন (২৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে উদ্ধারের পর নিহতের স্ত্রী মরদেহটি তার স্বামীর বলে শনাক্ত করেন।

নিহত এমরান হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কৈতরা গ্রামের আব্দুল হকের পুত্র।

নৌ-পুলিশ জানায়, মঙ্গলবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী সাগর উপকূল এলাকায় জোয়ারের পানিতে ভেসে আসা একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

পরে অনুমান করে গত ১ এপ্রিল চট্টগ্রাম বন্দর এলাকা থেকে সাগরে নিখোঁজ হওয়া এক ব্যক্তির পরিবারে খবর দেওয়া হলে নিখোঁজের স্ত্রী ও ভাই এসে মরদেহটি এমরান হোসেনের বলে শনাক্ত করেন।

কুমিরা নৌ-পুলিশের সহকারী পরিদর্শক চান মিয়া বলেন, গত ১ এপ্রিল তেলের ট্যাংকার থেকে বোটে ওঠার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন এমরান হোসেন নামের এক ব্যক্তি। উদ্ধার হওয়া মরদেহটি তার বলে নিহতের স্ত্রী ও ভাই শনাক্ত করেছেন।

ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত
পরবর্তী নিবন্ধহালদায় দশ হাজার মিটার জাল ও নৌকা জব্দ