সাগরে নিম্নচাপ, বন্দরে সতর্ক সংকেত

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে; যা আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

গতকালের আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গত বৃহস্পতিবার লঘুচাপটি সৃষ্টি হয়। বর্তমানে তা নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি গতকাল বেলা ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১০২৫ কিমি দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯৪০ কিমি দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। যা আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএক ঘরে টিসিবির ১৫ হাজার লিটার তেল
পরবর্তী নিবন্ধসীমান্তের গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে ২ শতাধিক মানুষ