সাগরে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩৮ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ ও স্বজনরা। নিখোঁজ হওয়া জেলের নাম আশু জলদাশ (১৭)। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় কুমিরাঘাট সংলগ্ন সাগর উপকূলের সাড়ে ৩ কিলোমিটার দূর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আশু জলদাশ কুমিরা ঘাটঘর জেলে পাড়া এলাকার বাসিন্দা রাম জলদাশের ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মো.নাসির উদ্দিন।

এদিকে গতকাল বিকালে কুমিরা ঘাটঘর এলাকায় গিয়ে দেখা যায়,নিখোঁজ ছেলে আশুর সন্ধান পেতে স্বজনদের সাথে পাগলের মতো সাগর উপকূলে ছুটোছুটি করছিলেন তার বাবা রাম জলদাশ। তিনি কান্নাজড়িত কন্ঠে জানান,গত শুক্রবার ভোরে মাছ ধরার নৌকা খাল থেকে বের করতে গিয়ে নিখোঁজ হয় আশু। শুক্রবার বিকেলে সাগর উপকূল থেকে ৩ কিলোমিটার দূরে নৌকাটি খুঁজে পাওয়া যায়। তবে নিখোঁজের ৩৮ ঘন্টা পর গতকাল শনিবার সন্ধ্যায় সাগর উপকূল থেকে তিন কিলোমিটার দূরে তার ছেলের মরদেহ খুঁজে পান তারা। নিখোঁজের ৩৮ ঘণ্টা পর সাগরে আশুর মরদেহ খুঁজে পাওয়ার পর স্বজনদের কান্নার রোল উঠে। অঝোরে কেঁদে উঠেন রাম জলদাস। ‘ও পুত তুই আর বুকে ফিরে আয়’ বলে চিৎকার করে কেঁদে উঠতেই সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় তার জ্ঞান ফেরাতে চেষ্টা করেন সাথে থাকা তার ছোট ছেলে বাসুদেব দাস ও উপস্থিত স্বজনরা। আশুর ছোট ভাই বাসুদেব জলদাস জানান, সাগরে গিয়ে ভাই নিখোঁজ হওয়ার পর তাদের পুরো পরিবার জুড়ে শোকের মাতমের সৃষ্টি হয়। শোকে বাকরুদ্ধ হয়ে পড়ে তার মা। নিখোঁজের ঘটনার পর থেকে তারা আশুকে খুঁজে পেতে বোট নিয়ে সন্দ্বীপ চ্যানেলে ছুটে বেড়ান। পাশাপাশি তার সন্ধান পেতে থানায় সাধারণ ডায়েরি করেন। শত দুঃখের মাঝেও ভাইয়ের মরদেহ খুঁজে পেয়েছেন, শেষবারের মতো তার মুখখানি দেখতে পাচ্ছেন এবং তার শেষ কাজ করতে পারবেন এটাই তাদের একমাত্র সান্ত্বনা। এ কথা বলে ডুকরে কেঁদে ওঠেন বাসু জলদাস। কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মো.নাসির উদ্দিন বলেন,নিখোঁজের পর থেকে জেলে আশু জল জলদাসের সন্ধান পেতে তারা চেষ্টা চালিয়েছেন। শনিবার সন্ধ্যা ৭ টায় সাগর উপকূল থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে তার মরদেহ খুঁজে পেয়েছন তারা। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তারা স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন,সাগরে নিখোঁজ জেলের সন্ধান পেতে তার বাবা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাগরের বিষয়টি নৌপুলিশ দেখাশুনা করছেন। শনিবার সন্ধ্যায় মরদেহটি খুঁজে পেয়েছেন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় পুকুরে মাছ ধরতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধসারাদেশে আরও ২৬ জন ডেঙ্গু আক্রান্ত