সাগরে দেড় মাসে চার লঘুচাপ ফের সতর্কতা সংকেত

মাছ না ধরেই ফিরছে জেলেরা

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

লঘুচাপ-নিম্নচাপের কারণে সপ্তাহজুড়ে চলা আবহাওয়া বিভাগের সতর্কতা সংকেত প্রত্যাহারের মাত্র তিনদিন পর আবারও লঘুচাপ তৈরি হলো বঙ্গোপসাগরে। গতকাল সোমবার দুপুরে আবহাওয়া বিভাগ সাগরে ট্রলার চলাচলের ওপর ফের ৩নং সতর্কতা সংকেত জারি করেছে। এ খবর পেয়ে সাগরে মাছ ধরারত জেলেরা মাছ ধরা বন্ধ করে ঘাটে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যে কক্সবাজারের অধিকাংশ ট্রলারই ঘাটে ফিরেছে বলে জানিয়েছে ট্রলার মালিক সমিতি।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির আশংকা করছে আবহাওয়া বিভাগ। জেলেরাও আবহাওয়া বিভাগের জারি করা দুর্যোগের আশংকায় দুপুরের পর থেকে ঘাটে ফিরতে শুরু করেছে বলে জানান কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
তিনি জানান, এনিয়ে গত দেড় মাসে সাগরে চতুর্থ বারের মতো লঘুচাপ তৈরি হলো। এরআগে চলতি মাসের ৯ তারিখ লঘুচাপ সৃষ্টির কারণে সপ্তাহজুড়ে চলা আবহাওয়া বিভাগের সতর্কতা সংকেত প্রত্যাহারের পর গত ১৬ তারিখ ট্রলারগুলো মাছ ধরতে গিয়েছিল। আর এর মাত্র তিনদিন পর ফের সাগরে লঘুচাপ তৈরির কারণে আবারও মাছ না ধরেই ফিরতে হলো জেলেদের। ট্রলার মালিকরা জানান, এরআগে গত ১৮ আগস্ট একই কারণে সাগরে সতর্কতা সংকেত জারি করে আবহাওয়া বিভাগ। এসময় সাগর থেকে ফেরার পথে অন্তত দুটি বোটডুবির ঘটনা ঘটে এবং এতে ৮ জন জেলে মারা যায়। প্রায় এক সপ্তাহ পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে সাগরে পূনরায় মাছ ধরা শুরু হয়। এরআগেও একই কারণে গত ৬ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাগরে মাছধরা বন্ধ থাকার পর আবহাওয়া দপ্তর সতর্কতা সংকেত প্রত্যাহার করায় গত ১৬ আগস্ট থেকে ট্রলারগুলো ফের সাগরে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু মাত্র দুইদিন পর গত ১৮ আগস্ট একই কারণে আবহাওয়া দপ্তর ফের ৩নং সতর্কতা সংকেত জারি করে। ফলে মাছ ধরা শুরু না হতেই ঘাটে ফিরতে হয় জেলেদের। কঙবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ জানান, কঙবাজারে ছোটবড় প্রায় ৮ হাজার মাছধরার বোট রয়েছে। একেকটি বড় বোটে ৩০ থেকে ৪০ জন এবং ছোট বোটে ৫ থেকে ১৯ জন জেলে থাকে। আবার কঙবাজার শহরতলীর দরিয়ানগর ঘাটের ইঞ্জিনবিহীন ককশিটের বোটে থাকে মাত্র ২ জন জেলে।

পূর্ববর্তী নিবন্ধবিচারকের মামলায় দুই পুলিশ কর্মকর্তার জামিন
পরবর্তী নিবন্ধব্যবসায়ীকে অপহরণ করে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায় মামলার রায় আজ