সাগরে ঘূর্ণাবর্ত, রূপ নেবে নিম্নচাপে

| বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এটি প্রথমে লঘুচাপ, পরে নিম্নচাপে পরিণত হতে পারে। গতকাল বুধবার ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছেন। খবর বাংলানিউজের।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী এম শর্মা জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবারের মধ্য বঙ্গোপসাগরে এসে লঘুচাপে রূপ নিতে পারে। এরপর এটি আরো শক্তি সঞ্চয় করে ২৪ অক্টোবর নিম্নচাপে রূপ নিতে পারে। নিম্নচাপে রূপ নেওয়ার পর ঘূর্ণাবর্তটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও মিয়ানমারের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অফিস আগেই জানিয়েছে, চলতি মাসে ২ থেকে ৩টি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রুপ নেবে কিনা, এখনই কিছু বলছে না দুদেশের আবহাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড় সৃষ্টি না হলেও আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ
পরবর্তী নিবন্ধপ্রবাসীদের ৩৭৯ সন্তানের মাঝে ১ কোটি ১০ লাখ টাকার বৃত্তি বিতরণ