সাগরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

কক্সবাজার বঙ্গোপসাগরে গোসল করতে নেমে শাহেদ হোসেন বাপ্পী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাপ্পাী রামু সরকারী কলেজের কারিগরি শিক্ষা শাখার একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং রামু তেচ্ছিপুলের মো. শামসুল আলম ড্রাইভারের ছেলে।
কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের সুপার (এসপি) জিল্লুর রহমান জানান, শুক্রবার সকালে রামু থেকে ৫ সহপাঠী বন্ধু কক্সবাজারে বেড়াতে এসে সাগরে গোসল করতে নামে। সকাল ১০টার দিকে ঢেউয়ের ধাক্কায় শাহেদ হোসেন বাপ্পী (১৮) ও মো. মুছা নামের দুই বন্ধু সাগরে ভেসে যাওয়ার সময় খবর পেয়ে পুলিশ, লাইফগার্ডকর্মী ও বিচকর্মীরা ঘটনাস্থল থেকে মো. মুছাকে উদ্ধার করে। এর পৌনে ১ ঘণ্টা পর একই স্থান থেকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করা হয় শাহেদ হোসেনকে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তার মৃত্যু ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনিরুল গীয়াস জানান, নিহত কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর পর তার স্বজনরা বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি দেয়া হলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।
এদিকে এই মৃত্যুর ঘটনায় রামু কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। তার মরদেহ বিকালে নিজ বাড়ি রামুর তেচ্ছিপুলে পৌঁছে মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ২৮ মার্চ বাম জোটের আধাবেলা হরতাল
পরবর্তী নিবন্ধআগুনে পুড়ল ২৫ দোকান