মীরসরাইয়ে সমুদ্রতীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ বালি শ্রমিককে ২ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার সাহেরখালি ইউনিয়নের সাগর উপকূলীয় জলসীমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এসময় থানা পুলিশ ও কোস্টগার্ড নিরাপত্তা সহায়তা করে।
অভিযানে উপকূলিয় বেড়িবাঁধ বা সুপার ড্রাইভের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন ও তা বালির ভলগেট দিয়ে পাচার করার দায়ে ৩টি ড্রেজার মেশিনের ৪ জন শ্রমিককে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন পটুয়াখালীর মোহাম্মদ জামাল ( ৪৮), লক্ষীপুর জেলার বাসু মাঝি (৫০), বরগুনা জেলার পলাশ ( ৪৫) ও লক্ষীপুর জেলার মোহাম্মদ জসিম ( ৪৭)। এছাড়া অসুস্থতার কারনে ড্রেজারের বাবুর্চি জামশেদকে সতর্ককরে ছেড়ে দেয়া হয়েছে।