সাগরিকা রোড থেকে কাঁচাবাজার উচ্ছেদ

নালার উপর পণ্য রাখায় জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ৫:৩০ পূর্বাহ্ণ

নগরের সাগরিকা রোডে অবৈধভাবে গড়ে উঠা একটি কাঁচাবাজার উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
একই অভিযানে নালার জায়গা অবৈধ দখল করে লোহার পাইপসহ বিভিন্ন পণ্য স্তূপ করার দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার সকালে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।
চসিকের জনসংযোগ শাখা জানায়, সাগরিকা রোডের উভয় পাশের ফুটপাত ও নালা অবৈধভাবে দখল করে লোহার দোকানের মালামাল স্তূপ করে রাখে ব্যবসায়ীরা। এছাড়া অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সাগরিকা রোডের অবৈধ কাচাঁবাজারটি গড়ে তোলা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধসড়কের ছোট বড় গর্ত যেন মরণফাঁদ
পরবর্তী নিবন্ধমেরিন ড্রাইভে যুক্ত হচ্ছে বাঁশখালী