সাগরিকায় ২০ কেজি গাঁজাসহ আটক ৩

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৬:৫৫ পূর্বাহ্ণ

নগরের পাহাড়তলী থানার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামগামী সাগরিকা রোড এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ তিনজকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ধৃতরা হচ্ছেন মো. আরিফ, মো. মিজানুর রহমান ও বিপ্লব চন্দ্র দাস।

গত সোমবার পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, ধৃতরা পরস্পর যোগসাজসে জব্দকৃত গাঁজাগুলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ভারত সীমান্তবর্তী এলাকার বিভিন্ন উৎস থেকে কম দামে সংগ্রহ করে। কৌশলে তা চট্টগ্রাম শহরে এনে বেশি দামে বিক্রয় করার জন্য সাগরিকা রোডে অবস্থান করছিল তারা।

পূর্ববর্তী নিবন্ধনিজাম উদ্দিন আহমেদ
পরবর্তী নিবন্ধরাউজানে মদবোঝাই ট্রাক আটক