সাগরিকায় রাসায়নিক কারখানায় আগুন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের বিসিক শিল্প এলাকার একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ১০.৩৫ টায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টা ৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ৮ টি ইউনিটের মোট ১৩ টি গাড়ি আগুন নেভাতে কাজ করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগায় কারখানাটি পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ক্ষতিক্ষতির পরিমাণ কতটা তা এখন বলা যাচ্ছে না। হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের কারখানাটি মূলত পুরাতন মবিল, ডিজেলের লুব্রিক্যান্ট থেকে গ্রিজ তৈরি করে। কারখানার মোট কর্মীর সংখ্যা ২৫ জন। শুক্রবার ছুটির দিন হওয়ায় কারখানা বন্ধ ছিল। ৭ জন কর্মী পরিচ্ছন্নতার কাজ করছিলেন। তখনই হঠাৎ আগুনের দেখা। প্রথমদিকে তারাই পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সাগরিকা মোড়ে রিজার্ভ থাকা ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নেভানোর কাজে লেগে পড়ে। তারও পরে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের বাকী গাড়িগুলো ঘটনাস্থলে আসে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ আজাদীকে বলেন, সাগরিকা মোড়ে আমাদের একটি গাড়ি সব সময় থাকে। খবর পেয়ে প্রথমে এ গাড়িটি ঘটনাস্থলে যায়। পরে অন্য গাড়িগুলো গিয়ে আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করে। আগুনের সূত্রপাত বিষয়ে নিউটন দাশ বলেন, বিষয়টি তদন্ত শেষে বলা যাবে। কারখানার মালিক বদিউল আলমের ছেলে মুনতাছির আলম আগুনে তাদের প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকার মতো সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন। এ বিষয়ে শিল্প পুলিশের এএসপি (মিডিয়া) ফজলুল সেলিম আজাদীকে বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে পুলিশ। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্পে চকবাজারে হেলে পড়েছে দুটি ভবন
পরবর্তী নিবন্ধবিআরটিসি বাসে হাফ ভাড়া ১ ডিসেম্বর থেকে