নগরীর সাগরিকা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন রেল গেটে গত ২৮ অক্টোবর ভোরে ট্রাকের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় রেলওয়ের ৩০০৮ সিরিজের ইঞ্জিনটির ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি পাহাড়তলী ডিজেল শপে মেরামতের জন্য নেয়া হয়েছে বলে জানিয়েছেন পাহাড়তলী ডিজেল শপের সংশ্লিষ্ট প্রকৌশলীরা। চাল বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনটি ঘটনাস্থলেই উল্টে যায়। ইঞ্জিনটি মেরামত করতে প্রায় এক মাস সময় লাগতে পারে বলে জানান ডিজেল শপের সংশ্লিষ্ট শ্রমিকরা।
এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ পাওয়ার কন্ট্রোলার (পাহাড়তলী কন্ট্রোল) প্রকৌশলী রাজেন্দ্র প্রসাদ ভৌমিক জানান, সাগরিকায় মালবাহী ট্রেনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩০০৮ সিরিজের ইঞ্জিনটি পাহাড়তলী ডিজেল শপে মেরামতের জন্য আনা হয়েছে। কিন্তু এখানে সিরিয়াল পাওয়া যাচ্ছেনা। এখানে আর একটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ইঞ্জিন মেরামত করা হচ্ছে। সাগরিকায় দুর্ঘটার শিকার ইঞ্জিনটির অনেক কিছুই ক্ষতি হয়েছে। এই ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ইঞ্জিন গুলো মেরামতে অনেক সময় লাগে। তিনি জানান, পাহাড়তলী ডিজেল শপে ইঞ্জিন মেরামতের স্পেস কম। এখানে ৮টি মেরামত করার জায়গা আছে। বর্তমানে মেরামতের জন্য ইঞ্জিন আছে ১৫টি। ইঞ্জিন সংকটের কারনে অনেক পুরনো ইঞ্জিন মেরামত করে চালাতে হচ্ছে। এসময় ইঞ্জিন নিয়মিত মেরামত করতে হয়। এই কারনে ডিজেল শপে এখন মেরামতের জন্য ইঞ্জিনের সংখ্যা বাড়ছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ভোর ৪টায় নগরীর সাগরিকা ক্রিকেট স্টেডিয়াম রেল গেটে চাল বোঝাই ট্রাকের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনসহ একটি কনটেইনার উল্টে যায়। ঘটনাস্থলে শামসুল হাই আলম (৫০) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। ওইদিন চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড থেকে ৩১টি কনটেইনার নিয়ে মালবাহী ট্রেনটি কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। ভোর ৪টা ১৮ মিনিটে ট্রেনটি সাগরিকা স্টেডিয়ামসংলগ্ন রেলগেটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির চালবোঝাই ট্রাকটি ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনা ঘটে।












