সাগরিকায় ভোজ্যতেল কারখানায় অগ্নিকাণ্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকায় একটি ভোজ্যতেল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পাশে জেসমিন ভেজিটেবল অয়েল কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
এই ব্যাপারে আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক আজাদীকে বলেন, সকালে আগুনের খবর পাওয়ার সাথে সাথে আমাদের আগ্রাবাদ স্টেশন থেকে ৬টি এবং বন্দর ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ মঙ্গলবার তদন্ত সাপেক্ষে জানা যাবে। এই ভোজ্য তেলের কারখানাটির মালিক জহির আহমেদ।
জানা গেছে, কারখানাটিতে দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ ছিল। গতকাল সকালে কারখানার এক নম্বর ট্যাঙ্কারে সংস্কার কাজ চলছিল। সেখান থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধওসি প্রদীপের সারোয়াতলীর বাড়িতে নীরবতা
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যের আনোয়ারুলের ৫ বছর জেল