সাগরিকায় নির্মাণাধীন ভবনের সিকিউরিটি ঘরে আগুন

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ জুন, ২০২২ at ৭:১৫ পূর্বাহ্ণ

নগরীর সাগরিকা এলাকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে নির্মাণাধীন একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান বলেন, সাগরিকায় স্টেডিয়ামের পাশে একটি নির্মাণাধীন ভবনের সিকিউরিটি ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট থেকে চারটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধসমকালকে ধারণ করা সমাজমনস্ক লেখক রেজাউল করিম স্বপন
পরবর্তী নিবন্ধবাফওয়ার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন