নগরের সাগরিকা গরুর বাজার থেকে দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযানে নেতৃত্ব দেন।
বাজারের অভ্যন্তরে চলাচলের রাস্তায় দোকান নির্মাণ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ ছিল দীর্ঘদিনের। অভিযানে পাঁচ-ছয়টি দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া একই অভিযানে মাস্ক পরিধান না করায় পাঁচজন এবং ট্রেড লাইসেন্স না থাকায় ছয় ব্যবসায়ীর কাছ থেকে আট হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।