সাগরিকার হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

| বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ২:০৩ অপরাহ্ণ

নিজেদের বোঝাপড়ার ভুলে শুরুতে পিছিয়ে পড়ল বাংলাদেশ। পরে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। সাগরিকার হ্যাটট্রিকে উড়িয়ে দিল ভুটানকে। ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে গতকাল বুধবার প্রথম প্রীতি ম্যাচে ভুটানকে ৫১ গোলে হারায় বাংলাদেশ। পাঁচটি গোলই সফরকারীরা করে দ্বিতীয়ার্ধে।

ত্রয়োদশ মিনিটে নিজেদের ওই ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভুটানের পাল্টা আক্রমণ ক্লিয়ার করার সুযোগ পেয়েও গোলরক্ষক রুপনা চাকমা পাশে থাকা শিউলি আজিমকে পাস দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বল পেয়ে যান ভুটান অধিনায়ক পেমা। নিখুঁত শটে রুপনার পাশ দিয়ে জাল খুঁজে নেন তিনি। খবর বিডিনিউজের।

পিছিয়ে পড়ার ধাক্কা মেয়েরা বিরতির আগে সামলে নিতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল করতে থাকে তারা। ৪৮তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কোনাকুনি শটে দলে সমতার স্বস্তি ফেরানোর পাশাপাশি গোলের খাতা খোলেন সাগরিকা। একটু পর সতীর্থের আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা খাতুন। ৫৫তম মিনিটে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারের প্রতিরোধ ভেঙে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ঋতুপর্না চাকমা। ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। শেষ দিকে দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। দারুণ জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধশিরোপা পুনরুদ্ধারে দলে আমূল পরিবর্তন এনেছে ব্রাদার্স ইউনিয়ন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২.৫১ কোটি টাকা