সাক্ষ্য দিলেন চট্টগ্রাম কারাগারের সাবেক জেলার

অমিত মুহুরী খুন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কারাগারে খুনের শিকার অমিত মুহুরী হত্যা মামলার একমাত্র আসামি রিপন নাথের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও চট্টগ্রাম কারাগারের সাবেক জেলার নাশির আহমেদ। এ সময় রিপন নাথ কাঠগড়ায় হাজির ছিলেন। সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় এর আগে তাকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। গতকাল মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত নাশির আহমেদের সাক্ষ্যগ্রহণ করেন। আগামী ১২ মে আদালত এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন উল্লেখ করে এপিপি অনুপম চক্রবর্তী আজাদীকে বলেন, নাশির আহমেদ এ মামলায় প্রথম সাক্ষ্য দিলেন। বাকি ২৭ জনের সাক্ষ্যও পর্যায়ক্রমে নেয়া হবে।
গত ৩০ জানুয়ারি একই আদালত কর্তৃক রিপন নাথের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ হয়। স্পর্শকাতর এ মামলায় তদন্ত শেষে ২০২০ সালের ২৫ জুলাই রিপন নাথের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় ডিবি পুলিশ। ওই বছরের ১ সেপ্টেম্বর বিচারক তা আমলে নেন। চার্জশিটে বলা হয়, ঘুমানোর আগে রিপন নাথকে সিগারেট খেতে বারণ করে এবং পায়ের কাছে ঘুমাতে বলে অমিত মুহুরী। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৯ মে রাতে চট্টগ্রাম কারাগারের ৩২ নম্বর সেলের ৬ নম্বর কক্ষে ঘুমন্ত অবস্থায় কারাবন্দি যুবলীগকর্মী অমিত মুহুরীকে ইট দিয়ে আঘাত করে মাথা থেতলে দেয় আরেক বন্দি রিপন নাথ। পরে তাকে কারা হাসপাতাল হয়ে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি পরদিন রিপন নাথের বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা মামলাটি দায়ের করেন কারাগারের জেলার নাশির আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ৭২৬ দিন পর স্বাভাবিক রুটিনে স্কুল-কলেজ