তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৪ হাজার কোটি টাকা ক্ষতি করার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন কানাডীয় পুলিশের দুই কর্মকর্তা। গতকাল সোমবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত–৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে সাক্ষ্য দেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সদস্য লয়েড শোয়েপ ও কেবিন দুগ্গান। খবর বিডিনিউজের।
বিএনপি নেত্রীর অন্যতম আইনজীবী হান্নান ভূঁইয়া জানান, জবানবন্দি ও জেরা মিলিয়ে শোয়েপের সাক্ষ্য চলে এক ঘণ্টা। দুগ্গান কথা বলেন ১৫ মিনিটের মতো।