চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুর ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারি সংস্থা পিবিআই সাকুর ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতের নগর পুলিশের প্রসিকিউশন শাখার একটি সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। সূত্রটি জানায়, মিতুর স্বামী বাবুল আক্তারের সোর্স কামরুল ইসলাম শিকদার প্রকাশ মুছার (পলাতক) আপন ভাই এ সাকু। গত ১২ মে রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাট এলাকার থেকে র্যাব তাকে গ্রেপ্তার করেন। পরদিন ১৩ মে আদালতে উপস্থাপন করে তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১২ মে নগরীর পাঁচলাইশ থানায় মিতু খুনের ঘটনায় বাবুল আক্তার, মুছাসহ ৮ জনকে আসামি করে তার শ্বশুর নতুন একটি মামলা দায়ের করেন। একপর্যায়ে বাবুল আক্তারকে এ মামলায় গ্রেফতারও দেখানো হয়। আগের দিন ১১ মে ঢাকা থেকে ডেকে নিয়ে বাবুল আক্তারকে হেফাজতে নেয় পিবিআই। শ্বশুরের দায়ের করা সে মামলায় ৫ দিনের রিমান্ড শেষে গত ১৭ মে বাবুল আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বর্তমানে বাবুল আক্তার ফেনী কারাগারে রয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সেখানে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য যে, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে।