সাকুরা, দারুল ও নেহারি কাবাবকে জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়ি স্টেডিয়াম মার্কেট এলাকার সাকুরা ও দারুল কাবাব এবং জিইসি মোড়ের পেশারিয়ান্স কাবাব নেহারিকে মোট ৮০ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার, রানা দেব নাথ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযানে বাসি খাবার ডিপ ফ্রিজে সংরক্ষণ, কাঁচা মাছমাংসের সঙ্গে ফ্রিজে বোরহানি রাখায় সাকুরা কাবাবকে ৫০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশ ও বাসি খাবার রাখায় দারুল কাবাবকে ১০ হাজার টাকা এবং বার্গার তৈরির জন্য মেয়াদোত্তীর্ণ বন সংরক্ষণ করায় পেশারিয়ান্স কাবাব নেহারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়ল
পরবর্তী নিবন্ধকক্সবাজারে নদী বন্দরের সীমানা নির্ধারণে বাধা, সড়ক অবরোধ