মোস্তাফিজুর রহমানের পর এবার আইপিএলে দল ছাড়া হলেন সাকিব আল হাসান ও লিটন দাস। আগামী আসরের জন্য তাদের ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। পুরনো খেলোয়াড়দের ধরে রাখার জন্য গতকালই ছিল শেষ সময়। সেই তালিকায় জায়গা হয়নি সাকিব–লিটনের। গত আসরে দেড় কোটি রুপিতে সাকিবকে কিনেছিল কলকাতা। কিন্তু ব্যক্তিগত কারণে সেই আসরে খেলেননি সাকিব। তবে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। তবে তাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি ডানহাতি এই ওপেনার। সেই ম্যাচে কেবল ৪ রানই করেন তিনি। নিলাম থেকে তাকে ৫০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা।
সাকিব–লিটন ছাড়াও টিম সাউদি, উমেশ যাদব, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, মন্দীপ সিং, কুলোয়ান্ত খেজরোলিয়া, এন জগদেশান, ডেভিড ভিসে, আরিয়া দেসাই, জনসন চার্লসকেও ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে গত দুই আসরে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু এবার তাকেও ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।