সাকিব-মোস্তাফিজের ব্যাপারে নির্দেশনার অপেক্ষায় বিসিবি

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

১৬ মে তিন ম্যাচের ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলংকার। এই সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। কিন্তু এই মুহূর্তে তারা আছেন ভারতে। সরকারি নির্দেশনা অনুযায়ী, অতি ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ভারত থেকে কোনও যাত্রী বাংলাদেশে আসতে পারবেন না। বর্তমান পরিস্থিতিতে সাকিব-মোস্তাফিজের দেশে ফেরা এবং জাতীয় দলে যোগ দেওয়া নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ। সোমবার খবর প্রকাশিত হয়, কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসে ‘নিশ্চিদ্র’ জৈব সুরক্ষা বলয় ভেঙে ঢুকে পড়েছে করোনাভাইরাস। এই পরিস্থিতিতে আইপিএল চলবে কিনা, এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এদিকে পূর্বসূচি অনুযায়ী সাকিব-মোস্তাফিজের আগামী ১৮ মে ঢাকায় ফিরে রিপোর্ট করার কথা। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হলে তাদের ওয়ানডে সিরিজ খেলা কঠিন হয়ে যাবে। কেননা সিরিজ শুরু হওয়ার কথা ২৩ মে থেকে। তাই এ ব্যাপারে করণীয় ঠিক করতে সরকারের নির্দেশনা চেয়েছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সোমবার বলেছেন, ‘তাদের ব্যাপারে আমরা সরকারের নির্দেশনা জানতে চেয়েছি। যেহেতু আইপিএলে সাকিব-মোস্তাফিজ এবং জাতীয় দলের খেলোয়াড়রা শ্রীলংকায় জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই আছেন, তাদের ক্ষেত্রেও ১৪ দিনের নিয়ম প্রযোজ্য কিনা, আমরা তা জানতে চেয়েছি। সরকার যেভাবে বলবে সেভাবেই আমরা অগ্রসর হবো।’

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ১.৮২ কোটি শেয়ার হাতবদল
পরবর্তী নিবন্ধঅবসরে থিসারা পেরেরা