সাকিব নেগেটিভ আর মাহমুদউল্লাহ পজিটিভ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৫:১৮ পূর্বাহ্ণ

পাকিস্তান সুপার লিগে খেলতে আজই করাচি যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহর। তার আগে নিয়ম অনুযায়ী করোনাভাইরাস পরীক্ষা করাতে গিয়ে বিপত্তি। দুই দফায় পজিটিভ এসেছে বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারের কোভিড পরীক্ষার ফল। অপরদিকে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গত শনিবার করোনা পরীক্ষা করিয়েছিলেন সাকিব আল হাসান। ভাল খবর হল তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। গতকাল রোববার এ খবর জানিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
পিএসএলের প্লে অফে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল মাহমুদউল্লাহর। সেখানে তো যেতে পারছেনই না, বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্টেও তার খেলা অনিশ্চিত। এই মাসের তৃতীয় সপ্তাহে হওয়ার কথা এই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। করোনা পজিটিভ হওয়ায় মাহমুদউল্লাহ নিজেও বিস্মিত। তিনি বলেণ পাকিস্তান যাওয়ার জন্যই পরীক্ষা করিয়েছিলাম ৬ নভেম্বর। পজিটিভ আসার পর চমকে গেছি। নিশ্চিত হওয়ার জন্য পরদিন আরেকবার করালাম। এবারও পজিটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠন্ডা লেগেছে। যেটা নরম্যালই হতে পারে। এছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি।
তিনি বলেন যথেষ্ট সাবধান ছিলাম। তবু কীভাবে হলো জানি না। কিছু করার নাই। এখন আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খেলতে পারি সেই আশা করছি। গত ২৫ অক্টোবর বিসিবি প্রেসিডেন্ট’স কাপে শিরোপা জিতেছে মাহমুদউল্লাহর দল। টুর্নামেন্টের অন্য সবার মতো তিনিও ছিলেন জৈব-সুরক্ষা বলয়ে। টুর্নামেন্ট শেষে কয়েকদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন তিনি অনুশীলন করতে।
অপরদিকে বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানের রুটিন করোনাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। গত শুক্রবার ভোর রাতে যুক্তরাষ্ট্র থেকে ফেরার কয়েক ঘণ্টা পরই গুলশানে একটি সুপারশপ উদ্বোধন করতে ব্যাপক জনসমাগমের মধ্যে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন সাকিব। পরীক্ষার ফল নেগেটিভ আসায় আজ সোমবার তার ফিটনেস পরীক্ষা হবে বিসিবিতে। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি কর্তৃক এক বছরের যে নিষেধাজ্ঞা সাকিবের ওপরে ছিল তা গত ২৯ অক্টোবর উঠে গেছে। এখন তিনি মাঠে নামার অপেক্ষায় আছেন।

পূর্ববর্তী নিবন্ধহেরেও ফাইনালে সালমারা
পরবর্তী নিবন্ধ‘লুজার’ খুঁজলেই টুইটার দেখাচ্ছে ট্রাম্পের অ্যাকাউন্ট