সাকিব-তামিমসহ ৫ ক্রিকেটার ছাড়া দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারিয়ে বিজয়ীর বেশে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগেই জানানো হয়েছিল অধিনায়ক তামিম ইকবাল, সিনিয়র সদস্য মুশফিকুর রহিম এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দলের সঙ্গে ফিরছেন না। তারা সপ্তাহখানেক ইংল্যান্ডে অবস্থান করবেন। তারপর নিজের মত করে ফিরবেন। ওই তিন ক্রিকেটারের সাথে আসেননি লিটন দাস ও সাকিব আল হাসানও। লিটন ইংল্যান্ডে রয়ে গেছেন। সাকিব ইংল্যান্ড থেকে ফেরার পথে দুবাই থেকে ভারতের ফ্লাইটে গেছেন। সেখান থেকে যুক্তরাষ্ট্র যাবেন কিনা তা জানা যায়নি। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগাররা।

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনায়াসে জিতলেও চেমসফোর্ডে বিরূপ কন্ডিশনে তামিমের দল কী করে সেটাই ছিল দেখার। শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল । বৃষ্টিতে প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও পরের দুই ম্যাচে যথাক্রমে ৩ উইকেট আর ৪ রানে জিতে সিরিজও জিতে নিয়েছে তামিমের দল। অবশ্য দুটি ম্যাচই তুমুল প্রতিদ্বন্দ্বীতার পর জিততে হয়েছে বাংলাদেশ দলকে। দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের টার্গেট ছিল ৪৫ ওভারে ৩২০। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় আর মুশফিকুর রহিমরা সে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করেছেন। বাঁহাতি টপ অর্ডার ব্যাটার শান্ত ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই ম্যাচে তিনি করেন ৯৩ বলে ১১৭ রান। আর রোববার রাতে শেষ খেলায় হাতের আঙুলে আঘাত পাওয়ায় সাকিব খেলতে পারেননি। তাকে ছাড়াই ২৭৪ রানের পুঁজি নিয়েও জয় তুলে নেয় টাইগারররা। রুদ্ধশ্বাস ম্যাচে ৪ রানে জিতে বাংলাদেশ। দেশে এসে কিছুদিন বিশ্রামে কাটাবেন ক্রিকেটাররা। এরপর জুনে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ। তার আগে মে মাসের শেষদিকে আবার প্রস্তুতি শুরু হবে টিম বাংলাদেশের। আগামী ২৮ মে ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। ১০ জুন টেস্ট খেলতে আসবে আফগানরা।

পূর্ববর্তী নিবন্ধরামপুর জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডে হোস্টেলে আগুন লেগে ৬ মৃত্যু, নিখোঁজ ১১