সাকিব খেলছেন না প্রথম টেস্ট

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম টেস্ট খেলা হবে না সাকিবের। এমন আশঙ্কা ছিল। সেই আশঙ্কাই সত্যি হলো। ফিটনেস ঠিক না থাকায় পুরো দল চট্টগ্রামে এলেও সাকিব ঢাকাতেই থেকে গেছেন। দল ঘোষণার দিনই বলা হয়েছিল ফিট থাকলেই কেবল চট্টগ্রাম টেস্ট খেলবেন সাকিব। বাংলাদেশ দল গতকাল বিকেলে চট্টগ্রামে আসে। তবে সেই দলের সঙ্গী হননি সাকিব। মূলত ফিটনেস ভালো না থাকাতেই চট্টগ্রামে আসেননি সাকিব। টিম ম্যানেজমেন্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে যান সাকিব। দুবাই থেকে সোজা চলে যান স্ত্রী-সন্তানদের কাছে যুক্তরাষ্ট্রে। সেখানে চলে তার পুনর্বাসন প্রক্রিয়া। কয়েক সপ্তাহের বিশ্রাম নিয়ে রোববার রাতে দেশে ফেরেন তিনি। দেখা করেন জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালাফতের সঙ্গে। গতকাল সাকিবকে পর্যবেক্ষণ করার পর দেখা যায় তিনি এখনও ফিট নন খেলার জন্য। সোমবার রাতে সাকিবকে নিয়ে চট্টগ্রাম টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। সাকিব না থাকায় দল এখন ১৫ জনের।

পূর্ববর্তী নিবন্ধএবার চেন্নাইকে উড়িয়ে দিল বাংলা টাইগার্স
পরবর্তী নিবন্ধটিটি অনূর্ধ্ব পঞ্চাশ দ্বৈতে সুবল-আজহার চ্যাম্পিয়ন