শুরুটা করেছিলেন মোস্তাফিজুর রহমান। দুই ক্যারিবীয় ওপেনারকে একাই তুলে নিয়েছিলেন এই বাঁহাতি পেসার। এবার প্রায় দেড় বছর পর ওয়ানডে খেলতে নেমে এরইমধ্যে তৃতীয় উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসানও। দুই টাইগার বোলারের দাপুটে বোলিংয়ে চাপে পড়ে গেছে সফরকারী দল।
নিজের চতুর্থ ও ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে উইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। এরপর নিজের পঞ্চম ওভারের চতুর্থ বলেই এনক্রুমাহ বোনেরকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার।
এর আগে তিনে নামা আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করে প্রায় দেড় বছর পর ওয়ানডে উইকেটের দেখা পান বিশ্বসেরা অলরাউন্ডার। এটা আবার ঘরের মাটিতে তার ১৫০তম উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৯ রান।-বাংলানিউজ
এর আগে বুধবার (২০ জানুয়ারি) টসে জিতে ফিল্ডিং বেছে নেন টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বোলিংয়ে নেমে দুই ক্যারিবীয় ওপেনারকে বিদায় করেছেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ ওয়ানডে একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া দা সিলভা, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলঝেরি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভমেন পাওয়েল, রেইমন রেইফার।