ব্যাটিংয়ে শুরু থেকেই চালিয়ে খেলা আর বোলিংয়ে প্রথম বল থেকেই উইকেটের জন্য ঝাঁপিয়ে পড়া আর ফিল্ডিংয়ে নিজেদের উজাড় করে দেওয়া। এমন ক্রিকেটই যেন খেলছে এখন বাংলাদেশ দল। এই অভিযানের সেনানীদের একজন রনি তালুকদার। তিনি জানান সবার মধ্যে আগ্রাসী মনোভাবের এই বীজটা বুনে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। টি–টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ যেন নতুন করে ডাক দিয়েছে। এই পথচলার শুরুটাও হয়েছে দারুণ। প্রথম সিরিজেই বিশ্ব চ্যাম্পিয়নদের ৩–০ তে হারিয়েছে টাইগাররা। আইরিশদের বিপক্ষেও সিরিজ জয় নিশ্চিতের পর অপেক্ষা এখন আরেকটি হোয়াইট ওয়াশের। দুই সিরিজের এই পাঁচটি ম্যাচই খেলেছেন রনি। তার সঙ্গে লিটন দাসের ঝড়ো উদ্বোধনী জুটিতে প্রায় প্রতিটি ম্যাচেই দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। সেই পথ ধরে দলকে এগিয়ে নিয়েছেন পরের ব্যাটসম্যানরা। বোলাররাও দাপুটে পারফরম্যান্সে প্রতিনিয়তই যেন ছাড়িয়ে যাচ্ছেন নিজেদের।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ৩৮ বলে ৬৭ রান করে জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। দ্বিতীয় ম্যাচেও উজ্জ্বল তার ব্যাট। এই ম্যাচে খেলেন ২৩ বলে ৪৪ রানের ইনিংস। গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রনি বলেন, দলের মধ্যে দাপুটে মনোভাবে আগুন জ্বেলে দিয়েছেন সাকিবই। সাকিবের সঙ্গে আবাহনীতে খেলেছি প্রায় ১২ বছর আগে। তখনো একই মনমানসিকতা উনার ভেতরে ছিল। উনি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেন। আর সেটা দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন আমরা খেলব বাঘের মতো। আমাদের ভয়ডর থাকবে না। আমরা সবসময় ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে যাব। হতে পারে কখনও আমরা ব্যর্থ হব। আবার সফল হব। তবে যদি আমরা এই জিনিসটা ধরে রাখতে পারি, এটা ধারণ করে চললে আমাদের সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাবে। টি–টোয়েন্টির দুই ম্যাচ হারের আগে ওয়ানডে সিরিজেও ন্যূনতম লড়াই করতে পারেনি আয়ারল্যান্ড। বৃষ্টিতে এক ম্যাচ ভেসে যাওয়ায় তাদের হোয়াইটওয়াশ করার সুযোগ পায়নি বাংলাদেশ। বাকি দুই ম্যাচে উড়ে গেছে আইরিশরা। টি–টোয়েন্টিতেও তাদের পারফরম্যান্স যাচ্ছেতাই। রনি অবশ্য সেখানে আইরিশদের ব্যর্থতার চেয়ে নিজেদের কৃতিত্বই দেখছেন বেশি। আমরা ভালো খেলছি। আমাদের দল ভালো খেলছে। ব্যাটসম্যানরা ভালো খেলছে। বোলাররা ভালো খেলছে। দলগতভাবে আমরা ভালো খেলছি। প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও অন্য যে কোনো বড় দলের সঙ্গে খেলার মতো মনোভাবই এই বাংলাদেশ দলের আছে বলে বিশ্বাস রনির।