ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তার বদলে শেষ ম্যাচের জন্য সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। সোমবার শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ইনিংসের সময় ব্যাটিং করতে গিয়ে আঙুলে আঘাত পান সাকিব। তাতে তিন–চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অধিনায়ক। এঙ–রে রিপোর্টে তার আঙুলের চিড় ধরা পড়েছে। এই কারণে গতকাল মঙ্গলবার ভারত থেকে দেশে ফিরে আসছেন বাঁহাতি এই অলরাউন্ডার। আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সাকিবের বদলি হিসেবে উড়িয়ে নেওয়া হচ্ছে বিজয়কে। সাকিবের বদলি হিসেবে টপ অর্ডার ব্যাটার বিজয়কে বেছে নেওয়ার আনুষ্ঠানিক কারণ জানা যায়নি।
জাতীয় দলের জার্সিতে বিজয়ের ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ৪২ ইনিংসে ২৯.৪৫ গড়ে তার রান ১২৫৮। ৩টি সেঞ্চুরি ছাড়াও তার আছে ৫টি হাফ সেঞ্চুরি। চলমান জাতীয় লিগে ব্যাট হাতে ছন্দে আছেন তিনি।