সাকিবের ফেরা, দলে একাধিক পরিবর্তন

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টেস্ট শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর টেস্ট সিরিজও হার দিয়ে শুরু করেছে টাইগাররা। চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে হারের পর আজ থেকে ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচ হারলে হতে হবে হোয়াইটওয়াশ। আর জিতলে সিরিজে সমতায় ফিরবে বাংলাদেশ। তাই জয়ের বিকল্প কিছু নেই মোমিনুল হকদের সামনে।
তবে সাম্প্রতিক সময়ে কঠিন সময় পার করছে বাংলাদেশ। তামিম, সাকিব, তাসকিনের মত ক্রিকেটারকে বাদ দিয়ে প্রথম টেস্টে খেলতে হয়েছে মোমিনুল হকের দলকে। অবশ্য স্বস্তির খবর হচ্ছে ঢাকা টেস্টের দলে ফিরেছেন সাকিব এবং তাসকিন। কিন্তু তারা দলের ভাগ্য কতটা ফেরাতে পারবেন সেটাই এখন বড় প্রশ্ন।
দেশের মাটিতে সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামের একরকম জেতা ম্যাচটা হাতছাড়া হয়ে যাওয়ার পর ঢাকায় গিয়ে দাঁড়াতে পারেনি টাইগাররা। এবারের সিরিজটাও যেন ঠিক তেমনই হচ্ছে। চট্টগ্রামে প্রথম ইনিংসে বেশ ভালই করেছিল বাংলাদেশ। ৪৪ রানের লিড পেয়েও সেটাকে কাজে লাগাতে পারেনি মোমিনুলরা। দ্বিতীয় ইনিংসে অল আউট হয় মাত্র ১৫৭ রানে। চট্টগ্রাম টেস্টে বোলিংয়ে প্রাপ্তি কেবল তাইজুলের প্রথম ইনিংসের ৭ উইকেট। বাকিরা যথারীতি ব্যর্থতার মিছিলে শামিল। ঢাকা টেস্টে সে সব থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ। বেরিয়ে আসা ছাড়া আর কোন পথও খোলা নেই তাদের সামনে।
ওপেনার সাঈফ হাসানকে বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় টেস্টের দল থেকে। ফিরেছেন সাকিব আল হাসান। সাকিব ফেরাতে দলের শক্তিমত্তার পাশাপাশি মানসিক অবস্থাও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বোলিংয়ে বৈচিত্র্য আনতে ফেরানো হয়েছে পেসার তাসকিন আহমেদকে। টি-টোয়েন্টি দলের সদস্য নাঈম শেখকেও ফেরানো হয়েছে দলে। তাসকিনের অন্তর্ভুক্তিতে দলের পেস আক্রমণ বাড়ল তাতে কোনো সন্দেহ নেই। অপরদিকে সাকিব ফেরা মানে একসাথে দুজন ফেরা। তাই প্রথম টেস্টের চাইতে অনেকটাই মানসিকভাবে এগিয়ে থেকে দ্বিতীয় টেস্টে খেলতে নামবে বাংলাদেশ সেটা বলাই যায়।
সাকিব ফেরাতে বাদ পড়তে পারেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। অপরদিকে তাসকিন ফেরাতে দলে জায়গা নাও হতে পারে এবাদত হোসেন বা আবু জায়েদ রাহির। দলের পরিবর্তন যাই আসুক না কেন লক্ষ্য ম্যাচটা জেতা। যাতে হোয়াই ওয়াশ এড়ানো যায়। সিরিজটা অন্তত ড্র করা যায়। তবে পাকিস্তানের মত ইনফর্ম একটি দলের বিপক্ষে তা কতটা সম্ভব সেটাই এখন দেখার অপেক্ষা।

পূর্ববর্তী নিবন্ধভারতের দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’
পরবর্তী নিবন্ধডেল্টার চেয়ে তিন গুণের বেশি পুনঃসংক্রমণ ঘটাতে পারে ওমিক্রন