এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাই শংকা এবং প্রত্যাশা দুটোই কাজ করছিল টাইগার শিবিরে। কেমন করেন সাকিব তার ফেরার ম্যাচে। কারন আন্তর্জাতিক ম্যাচে গতকাল মাঠে নামলেও এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু কাপে মোটেও সাকিব হিসেবে দেখা যায়নি বিশ্বসেরা অল রাউন্ডারকে। তাই দেখার ছিল কেমন করেন সাকিব ফেরার ম্যাচে। তবে সব শংকাকে উড়িয়ে দিয়ে সাকিব ফিরলেন চেনা রূপে। তার ঘুর্ণি জাদুতে কাবু করলেন ক্যারিবীয়দের। বল হাতে দারুন উজ্জ্বল সাকিব। ৭.২ ওভার বল করে ২ মেডেন সহ ৮ রান খরচায় নিলেন ৪ উইকেট। আইসিসি’র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সম্ভবত এমন বোলিংয়ের স্বপ্নেই বিভোর ছিলেন সাকিব আল হাসান। স্বপ্ন তার পূরণ হয়েছে । আর এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাও হয়েছে তার রাজসিক। তার এমন দুর্দান্ত বোলিং এর কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায় সফরকারী ক্যারিবিয়রা।
এক বছর নির্বাসিত থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টপ অর্ডার আন্দ্রে ম্যাকক্যার্থিকে বোল্ড করে ঘরের মাঠে দেড়শ উইকেট নেওয়ার কীর্তিতে নাম লেখান সাকিব। এছাড়া সাকিব ২০৭ ম্যাচে নিয়েছেন ২৬১ উইকেট। এর মধ্যে ঘরের মাঠেই দেড়শ উইকেট। এছাড়াও দেশের মাটিতে শততম ওয়ানডে ছিল এটি সাকিবের। মুশফিকুর রহিম ১১১, মাশরাফি ১০৩ ওয়ানডে খেলেছেন। এরপরই সাকিব। তবে ক্রিকেট ইতিহাসে ৩৪তম ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে ১০০ ওয়ানডে খেলার গৌরব অর্জন করলেন সাকিব। ৯৯ ওয়ানডে খেলা তামিম আছেন তার পরেই। করোনার কারনে এই ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি বিসিবি। তাই সাকিবের রাজসিক এই প্রত্যাবর্তনের দিনে গ্যালারি থেকে কোন ভক্তের বাঁধভাঙা উল্লাস চোখে পড়েনি। শোনা যায়নি সাকিব, সাকিব গর্জনও। তবে বাংলাদেশের ক্রিকেটের জন্য স্বস্তির সংবাদ নিয়ে আবির্ভুত হয়েছেন সাকিব তার দুর্দান্ত বোলিং দিয়ে।